বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায় 2023 | Zero Investment Business Ideas in Bengali


আজকের আর্টিকেলটি সেই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা জানতে চান বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায়, মূলধন ছাড়া কোন ব্যবসা করা যায়, শূন্য বিনিয়োগে ব্যবসা কি, বা ব্যবসা করতে কি টাকা লাগে, আজ এই সমস্ত বিষয়ে বা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে নিজের একটা ব্যবসা শুরু করার, কিন্তু সব সবাই সেই স্বপ্ন পূরণ করতে পারে না কোথাও না কোথাও তাদের সেই স্বপ্নপূরণের পথে বা ব্যবসা শুরু করার পথে মূলধনের অভাব অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। তাই মূলধন না থাকার কারণে বেশিরভাগ মানুষই ব্যবসা শুরু করতে পারে না। টাকা থাকলেও ব্যবসায় ঝুঁকির কারণে তা বিনিয়োগ করতে ভয় পায়।

যে সমস্ত ব্যক্তিদের ব্যবসা করার জন্য মূলধনের অভাব রয়েছে বা যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য অত্যন্ত সুখবর। কারণ আজ আপনাদের সঙ্গে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া বা বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায় এমন ১৫টি ব্যবসার ধারণা আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। যে ব্যবসা গুলো কোন টাকা পয়সা না লাগিয়ে আপনারা শুরু করতে পারবেন এবং প্রতিমাসে সেই ব্যবসা থেকে মোটা টাকা উপার্জন করতে পারবেন।

তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায়:

বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায়

বিনা পুঁজিতে যে সমস্ত ব্যবসা গুলি করা যায় সেগুলি হল:

১. রিসেলিং ব্যবসা

আপনি যদি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে চান একটি অন্যতম বেস্ট বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া হল রিসেলিং ব্যবসা। এই ব্যবসাটি শুরু করার জন্য কোন টাকা পয়সা বিনিয়োগের প্রয়োজন পড়ে না। কারণ এটা হল একটি বিনা পুঁজিতে অনলাইন ব্যবসার আইডিয়া।

কোন একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে বিক্রি করার মধ্য দিয়ে যে কমিশন ইনকাম করা যায় সেটাই হচ্ছে রিসেলিং ব্যবসা। যেমন meesho, glowroad ইত্যাদি প্লাটফর্ম গুলির মধ্যে আপনি রিসেলিং বিজনেস শুরু করতে পারেন।

২. ব্লগিং ব্যবসা

ব্লগিং ব্যবসা বা ব্লগিং করার জন্য আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবসাটি শুরু করতে পারেন। সম্পূর্ণ বিনা পুঁজিতে এই অনলাইন ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে গুগলের প্রোডাক্ট blogger.com এ সম্পূর্ণ বিনামূল্যে একটি ওয়েবসাইট খুলতে হবে এবং সেই ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল আপলোড করে Google AdSense Approval এর মধ্যে দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন।

যদি আপনি জিজ্ঞাসা করেন বিনা পুঁজিতে ব্যবসা কি বা বিনা পুঁজিতে কি ব্যবসা করা যায়, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য খুব একটি ভালো ব্যবসার আইডিয়া হতে পারে, কারণ এই ব্যবসা থেকে আনলিমিটেড টাকা উপার্জন করা সম্ভব।

৩. ফ্রিল্যান্সিং ব্যবসা

অনেকেই জিজ্ঞাসা করেন ব্যবসা করতে কি টাকা লাগে বা বিনা পুঁজিতে কি ব্যবসা করা যায় তাহলে এর উত্তর হবে হ্যাঁ। বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া গুলির মধ্যে অন্যতম হলো ফ্রিল্যান্সিং ব্যবসা।
ফ্রিল্যান্সিং হল এমন একটি অনলাইন ব্যবসার আইডিয়া যেখানে আপনি ঘরে বসে কোন রকম টাকা-পয়সা বিনিয়োগ না করেই প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য Fiverr, Upwork , Freelancer.com এই সমস্ত ওয়েবসাইটে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে এবং আপনার যে বিষয়ে নলেজ আছে ফ্রিল্যান্সার হিসাবে সেই বিষয়ে কাজ শুরু করতে পারেন।

শুরুতে আপনার কাজের পরিমাণ কম হলেও ধীরে ধীরে আপনার কাজের অর্ডার বাড়তে থাকবে এবং আনলিমিটেড উপার্জন আপনি করতে পারবেন।

৪. অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবসা

একটি অন্যতম প্রধান বিনা পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া হল অ্যাফিলিয়েট মার্কেটিং। বিভিন্ন এফিলিয়েট কোম্পানির প্রোডাক্ট অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সেল করে আপনি এফিলিয়েট মার্কেটিং থেকে টাকা উপার্জন করতে পারবেন।

এটি এমন একটা ব্যবসা এই ব্যবসা করার জন্য আপনার বেশি পরিশ্রমের প্রয়োজন পড়ে না, আপনার শুধু কাজ হল সেই কোম্পানির অ্যাফিলিয়েট লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শেয়ার করা এবং যখনই সেই লিংক থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনবে তখনই আপনি সেখান থেকে কমিশন পাবেন। আর এই ভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আনলিমিটেড টাকা উপার্জন করা যায়।

আরও পড়ুন: গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় | VILLAGE BUSINESS IDEAS IN BENGALI

৫. ইউটিউব চ্যানেল

অনেকেই জানতে চান বা অনেকের মনের প্রশ্ন থাকে মূলধন ছাড়া কি ব্যবসা করা যায়, বর্তমানে অবশ্যই মূলধন ছাড়া ব্যবসা শুরু করা যায়, আর সেই রকমই একটি বেস্ট ব্যবসার আইডিয়া হল ইউটিউব চ্যানেল তৈরি করা বা youtube এ ভিডিও আপলোড করা।

বর্তমানে ইউটিউব প্রতিটি ব্যক্তি ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন। আপনি হয়তো নিশ্চয়ই জানেন ইউটিউবে আপনি যে সমস্ত ভিডিও দেখেন সে সমস্ত ভিডিও গুলো যারা তৈরি করেন, তারা তাদের চ্যানেলটি মনিটাইজ করে সেখান থেকে উপার্জন করেন। তাই আপনিও যদি ইউটিউব থেকে উপার্জন করতে চান তাহলে বিনা পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে পারে।

আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করুন এবং আপনার চ্যানেল টি মনিটাইজ হয়ে গেলে সেখান থেকে আপনি অ্যাড রেভিনিউ এর মাধ্যমে আনলিমিটেড টাকা পর্যন্ত করতে পারবেন।

৬. কনটেন্ট রাইটিং ব্যবসা

বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায় বা অন্যতম একটি বিনা পুঁজিতে অনলাইন ব্যবসার আইডিয়া হল কন্টেন্ট রাইটিং ব্যবসা। আপনি যদি লিখতে ভালোবাসেন তাহলে কনটেন্ট রাইটিং এর ব্যবসা শুরু করতে পারেন।
যে সমস্ত অনলাইন ক্রিকেটাররা আছে তাদের কনটেন্ট রাইটারের প্রয়োজন পড়ে। কনটেন্ট রাইটাররা বিভিন্ন ব্যস্ততার কারণে তারা নিজেরা কনটেন্ট লেখার সময় পান না, তাদের জন্য বিভিন্ন কনটেন্ট রাইটাররা কাজ করতে থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কনটেন্ট রাইটার গ্রুপে জয়েন হলে আপনি সেখান থেকে কন্টেন্ট রাইটিং এর কাজ পেতে পারেন।

এছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম এর মাধ্যমে আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ করে আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন।

৭. এজেন্ট ব্যবসা

আপনি যদি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে চান বা যদি জানতে চান বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া গুলি কি কি তাহলে, বলবো একজন এজেন্ট হিসেবে কাজ শুরু করার ব্যবসা শুরু করা অত্যন্ত লাভজনক হতে পারে। এই ব্যবসাতেও আনলিমিটেড টাকা উপার্জন করা সম্ভব।

আপনি যদি একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ শুরু করেন এবং জমি, বাড়ি বিক্রির জন্য কাস্টমার খুঁজে সেই কাস্টমারকে যদি সেগুলি বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকে মোটা টাকা কমিশন উপার্জনের সম্ভাবনা রয়েছে। এই ব্যবসাটি আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই শুরু করতে পারেন।

৮. ড্রপ শিপিং ব্যবসা

যদি আপনি বিনা পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজতে থাকেন তাহলে ড্রপ শিপিং আপনার জন্য অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হতে পারে।

তবে এই ব্যবসা শুরু করার জন্য আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসার মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনি কাস্টমারদের কাছে প্রমোট করবেন এবং কাস্টমাররা যখন আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনবে তখন আপনি সেখান থেকে কমিশন পাবেন।

ধরুন আপনি ড্রপ শিপিং ব্যবসার মাধ্যমে একটা জুতো কাস্টমারকে বিক্রি করতে চাইছেন আপনি কোম্পানির কাছ থেকে সেই জুতো টি কিনবেন ৫০০ টাকা দিয়ে এবং আপনি অনলাইন স্টোর এর মাধ্যমে সেই প্রোডাক্টটি ইচ্ছামত দাম দিয়ে বিক্রি করতে পারবেন। যদি আপনি প্রোডাক্টটি ৭০০ টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে ২০০ টাকা আপনি লাভ করতে পারবেন।

আপনার কাজ হচ্ছে, প্রোডাক্ট প্রোমোট করা এবং অর্ডার পেলে সে অর্ডারটা কোম্পানির কাছে পৌঁছে দেওয়া আর এভাবেই আপনি ড্রপ শিপিং ব্যবসা থেকে উপার্জন করতে পারবেন।

আরো অন্যান্য বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায় বা বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়াগুলি হল:

  • ৯. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা
  • ১০. SEO এক্সপার্ট
  • ১১. ডাটা এন্ট্রি বিজনেস
  • ১২. ই-বুক সেলিং বিজনেস
  • ১৩. অনলাইন কোচিং সেন্টারের ব্যবসা
  • ১৪. ব্রোকার বিজনেস
  • ১৫. কনসাল্টিং বিজনেস

মূলধন ছাড়া কি ব্যবসা করা যায়

অনেকের এই প্রশ্নটা মাথার মধ্যে থেকেই যায় যে মূলধন ছাড়া কি ব্যবসা করা যায়, তো আজকের এই আর্টিকেল থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন অবশ্যই মূলধন ছাড়া ব্যবসা করা যায়। আপনি মূলধন ছাড়া বা বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইলে আজকের এই ১৫ টি বিনা পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া গুলি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

কারণ আমরা আগেই আলোচনা করেছি যে মূলধনের কারণে বেশিরভাগ মানুষই ব্যবসা শুরু করতে পারে না, তো তাদের জন্য এই ইউনিক বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া গুলি আশা করি অত্যন্ত হেল্পফুল হবে। এই ব্যবসার আইডি গুলির মধ্যে যে ব্যবসাটি প্রতি আপনার ইন্টারেস্ট আছে জানকারি আছে বা যে ব্যবসাটি আপনি করতে ইচ্ছুক সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানুন, বুঝুন এবং তাড়াতাড়ি আপনার ব্যবসাটি শুরু করে দিন।

তবে মনে রাখবেন বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেই প্রথম দিন থেকে আপনি মোটা টাকা উপার্জন নাও করতে পারেন, যেমন আপনার ব্যবসা বাড়তে থাকবে তেমন আপনার উপার্জন ও বাড়তে থাকবে।

আরও পড়ুন: অনলাইন ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন | অনলাইন ব্যবসার গুরুত্ব

উপসংহার

তো আপনারা জানতে পারলেন বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায়, বা বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া গুলি। ভালো করে রিসার্চ করার পর আপনাদের জন্য এই ১৫ টি ব্যবসা আইডিয়া তুলে ধরা হয়েছে। তাই এই ১৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে যেটি আপনার বেস্ট মনে হয়, সেই ব্যবসাটির উপর আজই কাজ শুরু করে দিন।

তবে মনে রাখবেন একটি সঠিক ব্যবসার আইডিয়া, ব্যবসায় আপনার, ইন্টারেস্ট, পরিশ্রম, ব্যবসার স্ট্যাটেজি এবং ধৈর্যই আপনাকে সফল করে তুলবে।

আরো ভালো ভালো ব্যবসার আইডিয়া এবং ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয় ধন্যবাদ।

People Also Ask

ব্যবসা করতে কি টাকা লাগে

বর্তমানে কিছু কিছু ব্যবসা আছে যেগুলি আপনি কোন রকম টাকা পয়সা না লাগিয়ে সম্পূর্ণ বিনা পরিতে শুরু করতে পারবেন যেগুলি হল: ফ্রিল্যান্সিং, ইউটিউব চ্যানেল তৈরি, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, রিসেলিং বিজনেস কনটেন্ট রাইটিং, ব্রোকার বিজনেস ,কমিশন এজেন্ট বিজনেস ইত্যাদি ইত্যাদি

মূলধন ছাড়া কি ব্যবসা করা যায়

মূলধন ছাড়া যে ব্যবসা গুলি বিনা পূজিত করতে পারবেন সেগুলি হল:
ফ্রিল্যান্সিং, ইউটিউব চ্যানেল তৈরি, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, রিসেলিং বিজনেস কনটেন্ট রাইটিং, ব্রোকার বিজনেস ,কমিশন এজেন্ট বিজনেস ইত্যাদি ইত্যাদি

শূন্য বিনিয়োগ ব্যবসা কি

শূন্য বিনিয়োগে যে সমস্ত ব্যবসা গুলি করতে পারবেন সেগুলি হল:
ফ্রিল্যান্সিং, ইউটিউব চ্যানেল তৈরি, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, রিসেলিং বিজনেস কনটেন্ট রাইটিং, ব্রোকার বিজনেস ,কমিশন এজেন্ট বিজনেস ইত্যাদি ইত্যাদি


Leave a Comment