শেয়ার বাজার কি? শেয়ার কিনতে হয় কিভাবে?

শেয়ার বাজার কি?

খুব সহজ ভাষায় বললে বলা যায় যে, যে বাজারের মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা করা, হয় সেটাই হলো শেয়ার বাজার বা স্টক মার্কেট।

শেয়ার বাজার কিভাবে কাজ করে?

শেয়ার বাজার সাধারণত দুটি এক্সচেঞ্জ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, একটি হলো NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আরেকটি হল BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। বিভিন্ন ছোট বড় কোম্পানি NSE এবং BSE তে লিস্টটেড থাকে। এবং এই দুটি এক্সচেঞ্জ থেকেই শেয়ার কেনাবেচা করা হয়। NSE তে টপ 50 কোম্পানি কে নিফটি50 বলা হয় এবং BSE তে টপ 30 কোম্পানিকে সেনসেক্স বলা হয়।

NSE & BSE কি ? 

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বোম্বে স্টক্স এক্সচেঞ্জ

শেয়ার কিনতে হয় কিভাবে?

শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার জন্য আপনাকে একটি ট্রেডিং একাউন্ট এবং একটি ডিম্যাট একাউন্ট খুলতে হবে।এছাড়াও ট্রেডিং শুরু করার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংক একাউন্টের প্রয়োজন হয়।

ট্রেডিং একাউন্ট কি ?

ট্রেডিং একাউন্ট হলো এমন একটি অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি শেয়ার বা স্টক কেনাবেচা করতে পারবেন। ট্রেডিং অ্যাকাউন্ট খুব সহজে অনলাইন এর মাধ্যমে যে কোনো ব্রোকার এর কাছে করাতে পারবেন।

ডিম্যাট অ্যাকাউন্ট কি?

ডিম্যাট অ্যাকাউন্ট হল এমন একটি অ্যাকাউন্ট, যেখানে আপনার শেয়ার জমা থাকে। যে কোনো ব্যাংকে গিয়ে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং অনলাইন মাধ্যমেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন।

ভারতের বৃহত্তম শেয়ার বাজার কোনটি?

বর্তমানে ভারতের বৃহত্তম শেয়ারবাজার হলো BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জ

শেয়ার ব্যবসা করতে কত টাকা লাগে?

শেয়ার ব্যবসা শুরু করার জন্য কোন মোটা অংকের টাকা বা নির্দিষ্ট পরিমাণ টাকার প্রয়োজন হয় না। আপনি অনলাইনের মাধ্যমে শেয়ার বিজনেস সম্পূর্ণ ফ্রিতে শুরু করা যায়, শুধুমাত্র আপনি যত টাকার স্টক কিনতে চান সেটাই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে।

শেয়ার বাজার কত প্রকার কি কি?

শেয়ার সাধারণত ৫ প্রকারের হয়:- ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, কিউমুলেটিভ রেফারেন্স শেয়ার, রিডেমেবল শেয়ার ও নন ভোটিং সাধারণ শেয়ার