অনলাইন ট্রেডিং কি? ট্রেডিং কিভাবে করব?

অনলাইন ট্রেডিং কি?

ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে অনলাইনের মাধ্যমে, শেয়ার কেনাবেচার পদ্ধতিতে অনলাইন ট্রেডিং বলা হয়

অনলাইন ট্রেডিং কিভাবে করব?

Fট্রেডিং করার জন্য সবার প্রথমে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্রোকারের অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনাকে একটি শেয়ারও বেছে নিতে হবে ট্রেডিং করার জন্য।

ডিম্যাট অ্যাকাউন্ট আপনি যে কোন ব্যাংকের মাধ্যমে খুলতে পারেন বা অনলাইনের মাধ্যমেও আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন।

কিন্তু আপনি হয়তো ভাবছেন কোন ব্রোকারের অ্যাপ ডাউনলোড করব, কিছু ব্রোকারের নাম আমি আপনাদের জানাচ্ছি Zerodha, Angel One, Motilal Oswal, ইত্যাদি।

অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড, বন্ড, কমোডিটি, কারেন্সি এইসব বিক্রির কাজও করতে পারেন। আর এসব কিছু ব্রোকারের প্লাটফর্মে লিস্টেড থাকে।

অনলাইন ট্রেডিং এর সুবিধা গুলি কি কি?

অনলাইন ট্রেডিং এর মাধ্যমে আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ট্রেডিং করতে পারবেন, নিজে মার্কেটের আপডাউন চেক করে শেয়ার কিনতে পারবেন, যখন খুশি শেয়ার কেনাবেচা করতে পারবেন এছাড়া আরো কিছু অনলাইন ট্রেনিং এর সুবিধা আছে।

অনলাইন ট্রেডিং এর অসুবিধাগুলো কি কি?

অনলাইন ট্রেডিংকে অনেকে লটারি ভেবে প্রচুর টাকা ইনভেস্ট করে এবং বেশিরভাগ ব্যক্তির এর ফলে অনেক বেশি লোকসান হয়ে যায়, কারণ কোন কিছু না শিখেই তারা ট্রেডিং করতে শুরু করে।

তাই লোভে পড়ে কখনোই ট্রেডিং করবেন না। সাঁতার শিখতে হলে আগে সুইমিংপুলে বা কম জলে সাঁতার শিখুন তারপর সমুদ্রে যাবেন।

তাই ট্রেডিং করতে হলে মার্কেট ভালো করে বুঝুন, শিখুন এবং প্রয়োজন হলে তবেই ট্রেডিং করুন।