আপনি যদি গ্রামে ব্যবসা করার জন্য বিস্তারিত ধারণা পেতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।কারণ এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে গ্রামে লাভজনক ব্যবসা ২০২৩, গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায়, গ্রামে কোন ব্যবসা ভালো, গ্রামে কি ব্যবসা করলে ভালো হয়, গ্রামের বাজারে কি ব্যবসা করা যায়, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে, যেগুলি আপনাকে গ্রামে ব্যবসা করার জন্য একটি লাভজনক ব্যবসা খুঁজে পেতে জন্য সাহায্য করবে।
ব্যবসা এমন একটা জিনিস যেটা বেশিরভাগ মানুষই শুরু করতে চায়, বিশেষ করে মহামারী করোনার পর থেকে বেকারত্বের হার বেশি বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ ব্যবসার দিকে বেশি মনোযোগী হয়ে পড়ছে।
কিন্তু ব্যবসা এমন একটা জিনিস যেটা করার জন্য একটা সঠিক ব্যবসার ধারণা বা একটা ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ব্যবসা সব জায়গায় চলতে পারেনা, আপনি যদি গ্রামে ব্যবসা করার কথা ভাবেন, তাহলে সেখানকার পরিবেশ, মার্কেটের চাহিদা এবং পরিকাঠামো অনুসারে আপনাকে ব্যবসার কথা ভাবতে হবে।
যদি শহরে ব্যবসা করতে চান বা শহরে ব্যবসার আইডিয়া খুঁজে পেতে চান তাহলে সেখানকার চাহিদা,পরিবেশ,পরিকাঠামো,অনুযায়ী আপনাকে একটি সঠিক ব্যবসার আইডিয়া খুঁজে বার করতে হবে, তবেই আপনার ব্যবসায় সফল হওয়া সম্ভাবনা অনেক বেশি থাকবে।
তো এই আর্টিকেলে সেই সমস্ত বিষয় মাথায় রেখে গ্রামে লাভজনক ব্যবসা, গ্রামে কি কি ব্যবসা করা যায় বা গ্রামে করার জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রামের ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেগুলি আপনাকে গ্রামে শুরু করার জন্য একটি সঠিক ব্যবসার আইডিয়া খুঁজে পেতে সাহায্য করবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক গ্রামে লাভজনক ব্যবসার আইডিয়া গুলি:
গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় | Village Business Ideas in Bengali
আপনি গ্রামে থেকে যে সমস্ত বেস্ট ব্যবসা গুলি শুরু করতে পারেন সেগুলি হল:
১. ছাগলের ফার্ম
গ্রামে ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি বেস্ট লাভজনক ব্যবসা হল ছাগলের ফার্ম। এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা করার জন্য আপনাকে শুরুতে অনেক বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না। অল্প কিছু টাকা বিনিয়োগ করলেই এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন।
বাজারে সারা বছর ছাগলের মাংসের চাহিদা থাকায় এই ব্যবসাটি গ্রো করা খুবই সহজ।

যদি আপনি জিজ্ঞাসা করেন গ্রামে কোন ব্যবসা ভালো তাহলে এই ব্যবসাটিও আপনি শুরু করতে পারেন। এই ব্যবসাটি করার জন্য আপনার শুরুতে এক থেকে দু কাঠা জায়গার মধ্যেই আপনি শুরু করতে পারবেন। প্রথমে অল্প কিছু ছাগল নিয়ে ব্যবসাটি শুরু করুন তারপর আস্তে আস্তে ব্যবসাটি বাড়াতে থাকবেন।
২. দেশি মুরগি পালনের ব্যবসা
গ্রামে লাভজনক ব্যবসা গুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা হল দেশি মুরগি পালনের ব্যবসা। আপনারা সবাই জানেন সারা বছর বাজারে দেশি মুরগির ডিম ও মাংসের চাহিদা কত বেশি থাকে এবং ভালো দামে মুরগির ডিম ও মাংস বিক্রিও হয়।
তো আপনারা যদি গ্রামে ব্যবসা করার কথা ভাবেন তাহলে এই গ্রামে লাভজনক ব্যবসাটি শুরু করতে পারেন। আর শুরুতে এই ব্যবসায় বিনিয়োগ আপনার খুবই কম হবে। এই ব্যবসাটি থেকে আপনি দু ভাবে উপার্জন করতে পারবেন ডিম বিক্রি করে এবং মাংস বিক্রি করে।
এছাড়াও আপনি মনে করলে আধুনিক ফার্মিং পদ্ধতির মাধ্যমেও দেশি মুরগি পালন করতে পারেন।
৩. মাছের ব্যবসা
গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায়, যদি আপনি এই প্রশ্নের উত্তর পেতে চান তাহলে মাছের ব্যবসা একটি অন্যতম লাভজনক ব্যবসা। মাছের ব্যবসা আপনি দু ভাবে করতে পারেন যদি আপনার নিজের পুকুর থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি আপনার নিজের কুকুর না থাকে তাহলে কুকুর মালিকের কাছ থেকে পুকুর লিজ নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন।
এছাড়াও আপনি বাড়িতে ট্যাংক তৈরি করে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। এই ব্যবসাটি ও অত্যন্ত লাভজনক একটি ব্যবসা।
মাছের চাহিদা বাজারে সারা বছর থাকে এবং মাছের দামও সারা বছর বেশ ভালোই থাকে। তাই মাছের ব্যবসা থেকে সারা বছরই আয় করার বড় সুযোগ থাকে।
৪. মোবাইল রিপেয়ারিং শপ
গ্রামে হোক বা শহরে প্রতিটি মানুষই এখন ব্যাপকভাবে মোবাইল ব্যবহার করছেন। আর যে জিনিস ব্যবহার হবে সে জিনিস খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। এমনকি আপনার হাতে যে মোবাইলটি আছে সেটিও কখনো না কখনো খারাপ হয়েছে এবং আপনি রিপিয়ারিং করার জন্য মোবাইল সারানোর দোকানে নিয়ে গেছিলেন।

তাই আপনি যদি ভালোভাবে মোবাইল রিপেয়ারিং শিখে আপনাদের বাজারের একটি ভালো পজিশন দেখে মোবাইল সারানোর দোকান খুলতে পারেন তাহলে ব্যবসাটি খুব ভালো চলবে। চেষ্টা করুন কাস্টমারের কাছ থেকে উপযুক্ত পয়সা নিয়ে ভালো সার্ভিস প্রদান করার তাহলে আপনার ব্যবসাটি খুব তাড়াতাড়ি গ্রো করবে।
আরও পড়ুন: কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় | SMALL CAPITAL BUSINESS IDEAS IN BENGALI
৫. পাইকারি ডিমের ব্যবসা
গ্রামে ক্ষুদ্র ব্যবসা করার কথা যদি ভাবেন তাহলে একটি অন্যতম ভালো ক্ষুদ্র ব্যবসা হল পাইকারি ডিমের ব্যবসা। গ্রামে যে সমস্ত হোলসেলের মুদিখানা দোকানগুলি আছে সেই সমস্ত দোকানগুলিতে এবং প্রাইমারি স্কুল ও হাইস্কুলে মিড ডে মিলে যদি আপনি হোলসেল রেটে ডিম সাপ্লাইয়ের ব্যবসা শুরু করতে পারেন, তাহলে ব্যবসাটি ভালো চলার সম্ভাবনা আছে। শুরুতে আপনার বাজার ধরতে একটু সময় লাগলেও ভালো সাইজের ডিম এবং বেস্ট প্রাইস রাখলে অবশ্যই আপনি এই ব্যবসাটি থেকে প্রতিমাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন এবং এই ব্যবসাটি খুব কম টাকাতেও শুরু করা যায়।
৬. সাইবার ক্যাফে
যদি আপনি জানতে চান গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় বা গ্রামে লাভজনক ব্যবসা তাহলে সাইবার ক্যাফে আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এখন প্রায় সারা বছরই বিভিন্ন যোজনা, বিভিন্ন চাকরির ফরম ফিলাপ এবং স্কুলের অনলাইন ফরম ফিলাপ সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ, কলেজে ভর্তির ফরম ফিলাপ এবং ফটো তোলা থেকে শুরু করে আরো কিছু কাজ সারা বছর সাইবার ক্যাফেতে চলতে থাকে। তাই যদি আপনার কাছে কম্পিউটার থাকে বা কম্পিউটারে কাজের প্রতি আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি একটি সাইবার ক্যাফে শুরু করতে পারেন।
সাইবার ক্যাফে শুরু করার জন্য একটি কম্পিউটার, প্রিন্টার মেশিন, ইন্টারনেট কানেকশন এবং একটি জেরক্স মেশিন এর প্রয়োজন পড়ে। এই ব্যবসায় পরিচিতি এবং ভালো কাস্টমার সার্ভিসের সঙ্গে সঙ্গে আপনার কাস্টমার বাড়তে থাকবে এবং আপনার প্রফিট মার্জিন ও বাড়তে থাকবে।
৭. কাঁচা সবজির ব্যবসা
আপনার মনে যদি প্রশ্ন আসে গ্রামের বাজারে কি ব্যবসা করা যায়, তাহলে আপনি হয়তো জানেন বাজারে সবথেকে বেশি যে জিনিসটা চাহিদা থাকে সেটা হচ্ছে কাঁচা সবজি। তাই আপনি চাইলে কাঁচা সবজির ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাটি দুভাবে শুরু করা যায়, প্রথমত বাজারের একটি ভালো লোকেশন দেখে খুচরো সবজির ব্যবসা। এবং দ্বিতীয়তঃ হোলসেল রেটে কাঁচা সবজি বিক্রি করা, মানে আপনি খুচরো কাস্টমারদের পাইকারি ডেটে মাল বিক্রি করতে পারেন।
এই ব্যবসাটিতেও প্রফিট মার্জিন খুব ভালো থাকে তাই আপনি গ্রামে এই ব্যবসাটি ও শুরু করতে পারেন।

৮. কোচিং সেন্টার
যদি আপনি একজন শিক্ষিত হন এবং ব্যবসা করার জন্য গ্রামে লাভজনক ব্যবসা বা গ্রামে কোন ব্যবসা ভালো চলবে সেই সম্পর্কে ধারণা পেতে চান, তাহলে কোচিং সেন্টার শুরু করা আপনার জন্য একটি বেস্ট অপরচুনিটি হতে পারে। কোচিং সেন্টারে আপনি চাইলে যে কোন ক্লাসের ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সাবজেক্ট পড়াতে পারেন, চাইলে ছাত্র-ছাত্রী বেশি হলে বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্য আলাদা আলাদা শিক্ষকও হায়ার করতে পারেন।
এছাড়াও নাচ,গান, ড্রইং ইত্যাদি বিষয়েও শেখানোর জন্য কোচিং সেন্টার শুরু করতে পারে। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে বিনিয়োগ খুবই কম করতে হয় এবং স্টুডেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবসাতে আপনার লাভের পরিমাণ অনেক বেশি হয়।
৯. হোম বেকারি ব্যবসা
গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় এই প্রশ্নটি বেশিরভাগ মানুষের মনেই ঘোরাফেরা করতে থাকে। আপনাদের জেনে রাখা দরকার গ্রামে থেকে একটি অন্যতম বেস্ট ব্যবসার আইডিয়া হল বেকারির ব্যবসা। কেক, পাউরুটি, বিস্কুট এবং আরও অন্যান্য কিছু জিনিস আপনি তৈরি করে গ্রামে বড় বড় মুদি দোকানে হোলসেল রেটে বিক্রি করতে পারেন। গ্রামে এই সমস্ত জিনিসগুলির চাহিদা অনেক বেশি থাকে।
বেকারির ব্যবসা শুরু করার জন্য শুরুতে আপনাকে খুব বেশি বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না। এই ব্যবসায় বাজার ধরার জন্য আপনাকে ভালো কোয়ালিটির মাল এবং বেস্ট সার্ভিস প্রদান করতে হবে এবং ধীরে ধীরে আপনার ব্যবসা বৃদ্ধি পেতে থাকবে।
১০. ফ্রিল্যান্সিং ব্যবসা
যদি আপনার মধ্যে কোন স্কিল থাকে তাহলে আপনি সেই স্ক্রিল সংক্রান্ত সার্ভিস প্রদান করে বা ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে মোটা রাখা উপার্জন করতে পারবেন। আপনি গ্রামে থাকেন বা শহরে যে কোন জায়গা থেকে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এটি হলো একটি অন্যতম প্রধান অনলাইন ব্যবসার আইডিয়া।

এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে কোন প্রকার বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না। একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই এই কাজটি শুরু করতে পারবেন। Upwork, Fiverr, freelancer এই সমস্ত ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনার প্রোফাইল ক্রিয়েট করে আপনি কাজ শুরু করতে পারেন।
ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং আরো অন্যান্য সার্ভিস প্রদান করে আপনি ফ্রিল্যান্সিং থেকে মোটা টাকা অর্জন করতে পারবেন।
গ্রামে লাভজনক ব্যবসা গুলির মধ্যে আরও অন্যান্য ব্যবসা গুলি হল:
- ১১. গ্রামের বাজারে চায়ের দোকান
- ১২. ফাস্টফুড বা তেলে ভাজার ব্যবসা
- ১৩. পোল্ট্রি ফার্ম
- ১৪. ইউটিউব চ্যানেল
- ১৫. ব্লগিং ব্যবসা
- ১৬. মুদি দোকান
- ১৭. মৌমাছি পালন
- ১৮. দুধের ব্যবসা বা ডেয়ারি ফার্ম
- ১৯. হস্তশিল্পের ব্যবসা
- ২০. অনলাইন সেলিং বিজনেস ইত্যাদি ইত্যাদি।
গ্রামে কি ব্যবসা করলে ভালো হয়?
যে সমস্ত ব্যক্তিরা গ্রামে থেকে ব্যবসা শুরু করতে চান তাদের মনে সব সময় একটা প্রশ্ন থেকেই যায় ,যে গ্রামে আমরা কি ব্যবসা শুরু করতে পারি বা গ্রামে কি ব্যবসা করলে ভালো হয়। তো আপনাদের সেই জানকারীর উদ্দেশ্যে আমরা আজ যে ২০ টি গুরুত্বপূর্ণ গ্রামে ব্যবসার আইডিয়া বা গ্রামে লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করলাম সেগুলি অবশ্যই আপনাদের গ্রামে একটি উপযুক্ত ব্যবসা শুরু করতে সাহায্য করবে।
উপসংহার
আপনারা জানতে পারলেন গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় বা গ্রামে লাভজনক ব্যবসার আইডিয়া গুলি। যে ২০ টি ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা হলো সেগুলি অত্যন্ত রিসার্চ করে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। তাই যে ব্যবসাতে আপনার ইন্টারেস্ট আছে সেই ব্যবসাটি আপনি শুরু করুন, অবশ্যই আপনি সেই ব্যবসাটি গ্রো করতে পারবেন।
তবে ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে ভালো করে জানুন, বুঝুন রিসার্চ করুন তারপরেই ব্যবসা শুরু করুন, কারণ না জেনে বুঝে ব্যবসা শুরু করলে আপনার লোকসান হতে পারে। তাই সঠিক জানকারি, রিসার্চ, সঠিক ব্যবসার স্ট্যাটাজি এবং আপনার পরিশ্রম আপনাকে সফল করে তুলতে পারে।
বিভিন্ন ব্যবসার আইডিয়া এবং ব্যবসা সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে এক্ষুনি আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন, ধন্যবাদ।
People also ask
গ্রামে কোন ব্যবসা ভালো
গ্রামের জন্য যে ব্যবসা গুলি ভালো সেই ব্যবসা গুলি হল:
১. ছাগলের ফার্ম ২. দেশি মুরগি পালনের ব্যবসা ৩. মাছের ব্যবসা ৪. মোবাইল রিপেয়ারিং শপ ৫. পাইকারি ডিমের ব্যবসা ৬. সাইবার ক্যাফে ৭. কাঁচা সবজির ব্যবসা ৮. কোচিং সেন্টার ৯. হোম বেকারি ব্যবসা ১০. ফ্রিল্যান্সিং ব্যবসা ১১. গ্রামের বাজারে চায়ের দোকান ১২. ফাস্টফুড বা তেলে ভাজার ব্যবসা ১৩. পোল্ট্রি ফার্ম ১৪. ইউটিউব চ্যানেল ১৫. ব্লগিং ব্যবসা ১৬. মুদি দোকান ১৭. মৌমাছি পালন ১৮. দুধের ব্যবসা বা ডেয়ারি ফার্ম ১৯. হস্তশিল্পের ব্যবসা ২০. অনলাইন সেলিং বিজনেস ইত্যাদি ইত্যাদি।
গ্রামের বাজারে কি ব্যবসা করা যায়
আপনি গ্রামের বাজারে চায়ের দোকান,কাঁচা সবজির ব্যবসা, ফলের রসের দোকান, মুদি দোকান, সাইবার ক্যাফে, তেলে ভাজার দোকান, মোবাইল সারানোর দোকান ইত্যাদি ব্যবসা গুলি শুরু করতে পারেন।
গ্রামের জন্য কোন ব্যবসা ভালো
গ্রামের জন্য ভালো ব্যবসার আইডিয়া গুলি হল:
১. ছাগলের ফার্ম ২. দেশি মুরগি পালনের ব্যবসা ৩. মাছের ব্যবসা ৪. মোবাইল রিপেয়ারিং শপ ৫. পাইকারি ডিমের ব্যবসা ৬. সাইবার ক্যাফে ৭. কাঁচা সবজির ব্যবসা ৮. কোচিং সেন্টার ৯. হোম বেকারি ব্যবসা ১০. ফ্রিল্যান্সিং ব্যবসা ১১. গ্রামের বাজারে চায়ের দোকান ১২. ফাস্টফুড বা তেলে ভাজার ব্যবসা ১৩. পোল্ট্রি ফার্ম ১৪. ইউটিউব চ্যানেল ১৫. ব্লগিং ব্যবসা ১৬. মুদি দোকান ১৭. মৌমাছি পালন ১৮. দুধের ব্যবসা বা ডেয়ারি ফার্ম ১৯. হস্তশিল্পের ব্যবসা ২০. অনলাইন সেলিং বিজনেস ইত্যাদি ইত্যাদি