আজ আপনাদেরকে জানাতে চলেছি এমন কিছু গুরুত্বপূর্ণ ইউনিক ব্যবসার আইডিয়া যেগুলি বেশিরভাগ লোকই জানতে চায়, যেমন 30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়, 50 হাজার,টাকা দিয়ে কি ব্যবসা করা যায়,নতুন কি ব্যবসা শুরু করা যায়, এবং কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায় ইত্যাদি ব্যবসার ধারণা গুলি। যেগুলি সম্পর্কে আজকের এই আর্টিকেলে ডিটেলসে তুলে ধরতে চলেছি। যে ব্যবসা আপনারা কম টাকা দিয়ে শুরু করে অনেক বেশি প্রফিট উপার্জন করতে পারবেন।
বেশিরভাগ মানুষই কম টাকা দিয়ে ব্যবসা শুরু করে ব্যবসাকে গ্রো করতে চায় এবং সেই ব্যবসা থেকে অনেক বেশি টাকা প্রফিট করতে চায়। কিন্তু ব্যবসা কে গ্রো করার জন্য বা ব্যবসা থেকে অধিক উপার্জন করার জন্য একটি ইউনিক ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়া বা ভালো ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসার আইডিয়া যদি আপনার মনের মত না হয় তাহলে সেখানে আপনি আপনার সম্পূর্ণ শক্তি ও সাহস এর সঙ্গে কাজ করতে পারবেন না।
বর্তমানে বেশিরভাগ মানুষই ব্যবসার দিকে ঝুঁকছেন। কিন্তু ব্যবসা করতে চাইলেও তারা ভালো একটি ব্যবসার আইডিয়া সিলেক্ট করতে না পারায়, তারা ব্যবসায় ফেল হয়ে যায় বা তাদের ব্যবসাটিকে গ্রো করতে পারেনা। তাই ব্যবসা থেকে দুরে সরে আসে
।
ঠিক তাই আপনি যদি ব্যবসার জন্য একটি ভাল আইডিয়া খুঁজে পেতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইউনিক ব্যবসার আইডিয়া গুলি আলোচনা করা হয়েছে সেগুলি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক 30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়,
50 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়,
নতুন কি ব্যবসা শুরু করা যায়, বা কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায়।
30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়

30 হাজার টাকা দিয়ে যে সমস্ত ইউনিক ব্যবসা গুলি আপনি শুরু করতে পারবেন সেগুলি হল:
১. চাওমিন তৈরির ব্যবসা
বলা যায় সারা বছরই প্রতিটা বাড়িতে এবং বিভিন্ন উৎসব ও মেলা পার্বণে চাওমিন সবাই খেয়ে থাকে। তাই চাওমিনের চাহিদা সারা বছরই থাকে।
তাই আপনি যদি চাওমিন তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে ৩০ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আপনার বাড়িতে যদি একটি ছোট্ট জায়গা থাকে তাহলে ম্যানুয়াল মেশিন কিনে চাওমিন তৈরি করে আপনার এলাকার হোলসেলারদের, মুদিখানা দোকানে এবং ক্যাফে বা রেস্টুরেন্টে হোলসেল দামে সাপ্লাই করতে পারেন।
প্রোডাক্ট এর কোয়ালিটি এবং আপনার সার্ভিস ভালো থাকলে অবশ্যই আপনার এই ব্যবসাটি গ্রো করবে, তাই আপনি যদি জানতে চান 30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায় বা কম টাকায় কি ব্যবসা শুরু করা যায় তাহলে এই ব্যবসাটি আপনার জন্য অন্যতম বেস্ট অপশন হতে পারে।
২. ছোট রেস্টুরেন্ট এর ব্যবসা
30 হাজার টাকা দিয়ে আপনি আরেকটি যে ব্যবসায় শুরু করতে পারবেন সেটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসা। আপনার যদি এই ব্যবসার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে বাজারের একটি ভালো পজিশন দেখে এই ব্যবসাটি শুরু করতে পারেন। সঠিক দাম নিলে এবং ভালো কোয়ালিটির খাবার তৈরি করলে অবশ্যই আপনার এই ব্যবসাটি থেকে মোটা রাখা উপার্জনের সুযোগ আছে।
৩. চকলেট তৈরির ব্যবসা
আপনার মনেও যদি এই প্রশ্নটি থাকে যে, কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায় বা ৩০ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায় তাহলে আপনার জন্য এটি একটি অন্যতম ইউনিক ব্যবসার আইডিয়া হল
চকলেট তৈরির ব্যবসা। চকলেট এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বুড়ো তথা বাড়ির প্রতিটা মানুষই খেতে পছন্দ করে। এই ব্যবসা শুরু করার জন্য বাড়িতে আপনাকে একটি চকলেট তৈরির ম্যানুয়াল মেশিন কিনতে হবে। এই ব্যবসাটি শুরু করার জন্য ৩০ হাজার টাকা বিনিয়োগই যথেষ্ট। বেস্ট কোয়ালিটি, প্যাকেজিং এবং ভালো সার্ভিস দিতে পারলে এই ব্যবসাটি আপনি অবশ্যই গ্রো করতে পারবেন।

এছাড়াও 30 হাজার টাকা দিয়ে আর যে সমস্ত ব্যবসা গুলি শুরু করা যায় সেগুলি হল:
- ৪. ধুপকাঠি তৈরির ব্যবসা
- ৫. মোমবাতি তৈরির ব্যবসা
- ৬. মশারি তৈরির ব্যবসা
- ৭. অনলাইন সেলিং বিসনেস ইত্যাদি
50 হাজার টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়
50 হাজার টাকা দিয়ে আপনি যে সমস্ত ব্যবসা গুলি শুরু করতে পারবেন সেগুলি হল:
১. কাপড়ের ব্যবসা
আপনার যদি ব্যবসার প্রতি ইন্টারেস্ট থাকে এবং 50 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে পারে। কারণ এই ব্যবসাটি হল একটি অন্যতম লাভজনক ব্যবসার আইডিয়া। একটি ভালো মেনুফ্যাকচারার বা হোলসেলার খুঁজুন যেখান থেকে আপনি কম টাকা দিয়ে জামা কাপড় কিনতে পারবেন এবং ভালো দামে বিক্রি করে ভালো উপার্জন করতে পারবেন। শুরুতে আপনার বাজার ধরতে একটু সময় লাগলেও ধীরে ধীরে আপনার ব্যবসা গ্রো করতে পারবেন।
আরোও পড়ুন: কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় | SMALL CAPITAL BUSINESS IDEAS IN BENGALI
২. সাইবার ক্যাফে
50,000 টাকায় একটি অন্যতম ব্যবসার আইডিয়া হল সাইবার ক্যাফের ব্যবসা। সাইবার ক্যাফে শুরু করার জন্য একটি ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন এবং একটি প্রিন্টার মেশিন হলেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আজকাল প্রায় সারা বছরই বিভিন্ন প্রকল্প সরকারি এবং বেসরকারি চাকরির জন্য এপ্লিকেশন করা, ব্যাংকের বিভিন্ন কাজ এবং অন্যান্য বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়ে থাকে। তাই আপনারা যদি কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট থাকে বা কাজ জানা থাকে তাহলে এই ব্যবসাটি আপনি শুরু করে ভালো উপার্জন করতে পারবেন।

৩. ডিটারজেন্ট মেনুফ্যাকচারিং ব্যবসা
কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায় বা ৫০ হাজার টাকা দিয়ে যে ব্যবসা গুলি করা যায়, তার মধ্যে অন্যতম একটি ব্যবসা হল ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসা। আপনারা নিশ্চয়ই জানেন যে ডিটারজেন্ট এর চাহিদা বাজারে সারা বছরই থাকে এবং দিন দিন বেড়েই চলেছে, তাই আপনারা যদি ব্যবসা শুরু করতে চান তাহলে ম্যানুয়াল মেশিন কিনে ৫০ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটিতে প্রফিট মর্জিন অনেক বেশি থাকে।
এছাড়াও আপনি ৫০ হাজার টাকা দিয়ে আরো অন্যান্য যে সমস্ত ব্যবসা গুলো শুরু করতে পারবেন সেগুলি হল:
- ৪. হোলসেল ব্যবসা
- ৫. ডিলারশিপ ব্যবসা
- ৬. মুদি দোকান
- ৭. সার ও ওষুধের ব্যবসা ইত্যাদি।
নতুন কি ব্যবসা শুরু করা যায় / কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
অনেকেই জানতে চান নতুন কি ব্যবসা শুরু করা যায় বা কম টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়।
আমরা আগে একবার আলোচনা করেছি যে ব্যবসা থেকে মোটা টাকা উপার্জন করার জন্য বা ব্যবসাকে গ্রো করার জন্য একটি ভালো ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখুন আসল ব্যাপার হলো আপনি যে ব্যবসাই শুরু করবেন, সে ব্যবসাই বাজারে কেউ না কেউ করছে। তাই নতুন ব্যবসা বলে তেমন কিছু হয় না। আপনি যে কোন ব্যবসাকেই নতুন ভাবে, নতুন স্ট্র্যাটেজির সঙ্গে শুরু করে সেই ব্যবসাকে সফল করে তুলতে পারবেন। আপনাকে দেখতে হবে বাজারে কোন ব্যবসায় কম্পিটিশন কম এবং প্রফিট মার্জিন বেশি, আর সেই ধরনের ব্যবসায়ী আপনাকে শুরু করতে হবে। আর এখন আপনাদের জানাতে চলেছি সেই রকম কিছু ইউনিক ব্যবসার আইডিয়া।
১. ক্যাফে ব্যবসা
আপনি যদি জানতে চান নতুন কি ব্যবসা শুরু করা যায় বা কম টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায় তাহলে অন্যতম একটি ভালো ব্যবসার আইডিয়া হল ক্যাফে ব্যবসা। দেখবেন আপনাদের বাজারে বা মার্কেটে অনেক ক্যাফে আছে কিন্তু আপনাকে শুরু করতে হবে সম্পূর্ণ আধুনিকিকরণ করে বা নতুনভাবে, খুব ভালোভাবে সাজাতে হবে এবং কাস্টমারকে খুব ভালো কোয়ালিটির খাবার এবং সার্ভিস প্রোভাইড করতে হবে।

২. ফিনাইল তৈরির ব্যবসা
একটি অন্যতম ইউনিক ব্যবসার আইডিয়া হল ফিনাইল তৈরির ব্যবসা। আপনারা জানেন গ্রাম থেকে শহরে বিভিন্ন জায়গা পরিষ্কার করার কাছে ফিনাইল ব্যবহার করা হয়। তাই আপনি যদি কম টাকা দিয়ে ফিনাইল তৈরির ব্যবসা শুরু করতে পারেন এবং বিভিন্ন হোলসেলার কে সাপ্লাই করতে পারেন, তাহলে এই ব্যবসা থেকে আপনি মোটা টাকা উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন: গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় | VILLAGE BUSINESS IDEAS IN BENGALI
৩. সাবান তৈরির ব্যবসা
একটি অন্যতম বেস্ট ব্যবসার আইডিয়া হল সাবান তৈরি। অনেকের মত যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে যে কম টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায় বা নতুন কি ব্যবসা শুরু করা যায় সে ক্ষেত্রে সাবান তৈরির ব্যবসা আপনার জন্য ভালো অপশন হতে পারে। আপনারা জানেন আমরা সবাই প্রতিদিনই সাবানের যথেষ্ট ব্যবহার করে থাকি এবং দিন দিনের ব্যবহার বেড়েই চলেছে। তাই মার্কেটে সবানের চাহিদাও অনেক বেশি। তাই আপনি যদি সাবান তৈরি ব্যবসা শুরু করতে পারেন, নতুনভাবে শুরু করতে পারেন এবং তাহলে ব্যবসাটি গ্রো করার অনেক সম্ভাবনা রয়েছে।
৩. ডিস্ট্রিবিউটরশিপ ব্যবসা
ব্যবসা এমন একটা ব্যবসা যেখান থেকে অনেক বেশি উপার্জন করার সুযোগ রয়েছে। আপনি এই ব্যবসাটি শুরু করার জন্য কোন একটা ভালো কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন এবং সেই কোম্পানির প্রোডাক্ট আপনার এলাকায় ডিস্ট্রিবিউট করতে পারেন। তবে এই ব্যবসা শুরু করার আগে একটি ভাল কোম্পানি এবং ভালো প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর অবশ্যই নিন।
৪. ফার্মিং ব্যবসা
যদি আপনি জানতে চান কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায় বা নতুন কি ব্যবসা করা যায় তাহলে আপনি ফার্মিং ব্যবসা শুরু করতে পারেন। এই ফার্মিং ব্যবসার মধ্যে আপনি গোট ফার্মিং, ডেয়ারি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, ফিস ফার্মিং এই ব্যবসা গুলির মধ্যে যেকোনো একটি ব্যবসা শুরু করতে পারেন। এ ব্যবসা গুলি করার জন্য আপনার একটি বড় জায়গার দরকার এবং নিজস্ব জায়গা যদি না থাকে তাহলে আপনি জায়গা লিজ নিয়েও ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসা থেকে প্রতি মাসে আপনি আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন।

আরও পড়ুন: অনলাইন ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন | অনলাইন ব্যবসার গুরুত্ব
৫. মসলা তৈরীর ব্যবসা
রান্নার সময় প্রতিটা বাড়িতেই যথেষ্ট মসলার ব্যবহার হয়ে থাকে, তাই মশলার চাহিদা বাজারে ব্যাপক রয়েছে। আপনি দেখবেন বাজারের কিছু কোম্পানির মসলা খুবই বিখ্যাত। তাই আপনি যদি শুরুতে একটি ম্যানুয়াল ম্যানুয়াল মেশিন কিনে মসলা তৈরির ব্যবসা শুরু করেন শুরু করতে পারেন।
উপসংহার
তো আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারলেন যে, ৩০ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়, পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়, নতুন কি ব্যবসা করা যায় বা কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায় ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আজকের এই তথ্যগুলি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে।
যে কোন ব্যবসা শুরু করার আগে সেই বিষয় সম্পর্কে আগে ভালো করে জানকারি নিন, যাচাই করুন এবং নিজের যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়েই ব্যবসা শুরু করুন।
ব্যবসা সম্পর্কিত আরো ভালো ভালো জানকারি এবং নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন, ধন্যবাদ।
People Also Ask:
কম টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
আপনি খুব কম টাকা দিয়ে যে ব্যবসা গুলি শুরু করতে পারবেন সেগুলি হল:
চাউমিন তৈরির ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ধূপকাঠি তৈরির ব্যবসা মোমবাতি তৈরির ব্যবসা, মশারি তৈরির ব্যবসা, অনলাইন ব্যবসা ইত্যাদি ইত্যাদি।
30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
আপনি ৩০ হাজার টাকা দিয়ে যে সমস্ত ব্যবসা খুলে শুরু করতে পারবেন সেগুলি হল: চাউমিন তৈরির ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ধূপকাঠি তৈরির ব্যবসা মোমবাতি তৈরির ব্যবসা, মশারি তৈরির ব্যবসা, অনলাইন ব্যবসা ইত্যাদি ইত্যাদি।
50 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
আপনি ৫০ হাজার টাকা দিয়ে সাইবার ক্যাফে, ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারিং, মসলা তৈরি, ক্যাফে ব্যবসা, ফিনাইল তৈরির ব্যবসা, ডিস্ট্রিবিউটরশিপ ব্যবসা, ফার্মিং ব্যবসা, সাবান তৈরির ব্যবসা ইত্যাদি ব্যবসা গুলো শুরু করতে পারবেন।