আপনি যদি জানতে চান নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি, কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করা যায়, ব্যবসা বা অন্যান্য প্রতিষ্ঠান শুরু করার প্রক্রিয়া কি, কিভাবে ব্যবসা করে টাকা আয় করা যায়, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে উক্ত বিষয়গুলি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে যেগুলি আপনাকে একটি নতুন ব্যবসা শুরু করতে বা ব্যবসায় নলেজবৃদ্ধি করতে সাহায্য করবে।
যে কোন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে লার্নিং করা বা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ না।শিখে কখনোই কোন কাজ করা যায় না। যে সমস্ত ব্যক্তি ব্যবসায় ফেল হন তাদের ফেল হওয়ার অন্যতম কারণ থাকে লার্নিং না করা। সেই ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন বা জানকারি না নিয়ে তারা ব্যবসা শুরু করে দেয়, যার ফলে তারা ব্যবসায় ফেল হয়ে যায়। তাই ব্যবসা শুরু করার আগে বিস্তারিত জানকারি নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকাল চাকরির বাজার খুবই খারাপ থাকায় যুবক-যুবতীরা ব্যবসার দিকে বেশি মনোনিবেশ করছে। কিন্তু এমত অবস্থায় তাদের ফোকাস যদি লার্নিং এর দিকে বেশি থাকে তাহলে ব্যবসায় সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেকোনো নতুন ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেনে চলাটা বা জেনে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ গুলো কি কি বা নতুন ব্যবসা শুরু করার জন্য কি কি পদক্ষেপের প্রয়োজন পড়ে।
নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ গুলো কি কি
আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান বা কিভাবে ব্যবসা করে টাকা আয় করা যায় তা জানতে চান তাহলে আপনার ব্যবসা কে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই পদক্ষেপ গুলি আপনার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যে পদক্ষেপ গুলি হল:

১. নিজের ইন্টারেস্ট বুঝুন
নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি যদি আপনি জানতে চান এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নিজের ইন্টারেস্টকে বোঝা। দেখুন কোন ব্যবসার প্রতি আপনার ইন্টারেস্ট আছে বা আপনার জানকারি আছে। যে বিষয়ে আপনার জানকারি আছে সেই বিষয়ে আপনি ব্যবসা শুরু করলে, সেই ব্যবসাটিকে সহজেই গ্রো করতে পারবেন। কারোর দেখে বা কারোর কথা শুনে কখনোই ব্যবসা শুরু করা উচিত নয়।
২. একটি ভালো ব্যবসার আইডিয়া বেছে নিন
একটি নতুন ব্যবসা শুরু করার অন্যতম একটি অন্যতম প্রধান পদক্ষেপ হলো একটি ভালো ব্যবসার আইডিয়া বা ইউনিক ব্যবসার আইডিয়া বেছে নেওয়া। ব্যবসার আইডিয়া যদি ভালো না হয় তাহলে সেই ব্যবসায় সফল হওয়া যায় না। তাই আপনি ভালো করে রিসার্চ করুন এবং একটি লাভজনক ব্যবসা আইডিয়া বেছে নিন । দেখুন কোন ব্যবসায় কম্পিটিশন কম আছে এবং লাভের পরিমাণ বেশি আছে এবং যে ব্যবসাটি আপনি শুরু করলে লোকসানের অনেক কম হওয়ার সম্ভাবনা থাকবে। তাই নতুন ব্যবসা শুরু করার আগে অবশ্যই একটা ভালো ব্যবসার আইডিয়া বেছে নিন।
আরও পড়ুন: বিনা পুঁজিতে কি কি ব্যবসা করা যায় 2023 | ZERO INVESTMENT BUSINESS IDEAS IN BENGALI
৩. ব্যবসার সঠিক লোকেশন ঠিক করুন
ব্যবসার একটি ভালো আইডিয়া সিলেক্ট করার পর ব্যবসা করার জন্য একটি সঠিক পজিশন বা লোকেশন ঠিক করুন। যে লোকেশনে ব্যবসা করলে কাস্টমার আপনার কাছে আসতে থাকবে এবং আপনার ব্যবসার প্রচার বাড়তে থাকবে। এমন একটি লোকেশন ঠিক করুন যেখানে মানুষের নিয়মিত যাতায়াত আছে তথা জংশন জায়গার মধ্যে। ব্যবসা বৃদ্ধির জন্য বা ব্যবসায় সফল হওয়ার জন্য একটি সঠিক লোকেশনে ব্যবসা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪. কম পুঁজিতে ব্যবসা শুরু করুন
বেশিরভাগ মানুষই জানতে চায় নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি, কি ভাবে ব্যবসা করে টাকা আয় করা যায় বা নতুন ব্যবসা শুরু করার অন্যতম একটি প্রধান পদক্ষেপ হলো কম পুঁজিতে ব্যবসা শুরু করা। আপনি যে ব্যবসাই শুরু করতে যান না কেন, সেই ব্যবসায় আপনার সমস্ত টাকা-পয়সা একবারে লাগিয়ে দেবেন না। প্রথমে অল্প পরিমাণে পুঁজি লাগান এবং ব্যাকআপ হিসেবে কিছু টাকা অবশ্যই রাখুন l অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেখুন আপনার ব্যবসা কেমন চলছে এবং কোন দিকটা আপনার খেয়াল রাখা দরকার এবং ব্যবসা যেমন গ্রো হতে থাকবে আপনাকে ধীরে ধীরে পুঁজি বৃদ্ধি করতে হবে।
৫. একটি পারফেক্ট বিজনেস প্ল্যান তৈরি করুন
নতুন ব্যবসা শুরু করার একটি অন্যতম প্রধান পদক্ষেপ হলো একটি সঠিক বিজনেস প্লান তৈরি করা। একটি এমন বিজনেস প্ল্যান তৈরি করুন যেখানে বিজনেস শুরু করা থেকে মার্কেটিং স্ট্রাটেজি, সেলস, প্রোডাক্ট এবং কিভাবে ব্যবসাকে গ্রো করবেন সমস্ত বিষয় যেন স্টেপ বাই স্টেপ উল্লেখ করা থাকে। তথা নিজের মতো করে একটি ভালো বিজনেস প্লান তৈরি করুন।
৬. সঠিক মার্কেটিং স্ট্রাটেজি বেছে নিন
নতুন ব্যবসাকে বাড়িয়ে তোলার জন্য একটি ইউনিক বা সঠিক মার্কেটিং স্ট্রাটেজি বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি যত পারফেক্ট হবে, যত বেস্ট হবে তত আপনার ব্যবসা বৃদ্ধি হবে। মার্কেটিং এর জন্য একটি পারফেক্ট মার্কেটিং টিম তৈরি করুন এবং অনলাইন ও অফলাইনে মার্কেটিং করা শুরু করুন।
আরও পড়ুন: 30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায় | UNIQUE BUSINESS IDEAS IN BENGALI
৭. পারফেক্ট সেলস টিম তৈরি করুন
নতুন ব্যবসা শুরু করার জন্য এই পদক্ষেপ টি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ব্যবসাকে বড় করে তোলার জন্য বা বৃদ্ধি করার জন্য একটি পারফেক্ট সেলস টিম তৈরি করা একটি অন্যতম প্রদান পদক্ষেপ। যে টিম আপনার সেলস কে বাড়িয়ে তুলে আপনার প্রফিট মার্জিন কে বৃদ্ধি করবে। সিলস কে ব্যবসার মেরুদন্ড যেতে পারে, আপনার ব্যবসায় যদি সেল কন্টিনিউ হতে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যবসা গ্রো করবে।

৮. কাস্টমারকে সন্তুষ্ট করুন
যারা জানতে চান নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি তো তাদের জেনে রাখা দরকার নতুন ব্যবসা কে শুরু করে বড় করে তোলার জন্য অন্যতম একটি পদক্ষেপ হলো কাস্টমার স্যাটিস্ফেকশন বা কাস্টমারকে সন্তুষ্ট করে তোলা। কাস্টমারকে ন্যায্য মূল্যে সঠিক জিনিস দিন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করুন, যাতে বারবার সে আপনার জিনিসই কেনে। কাস্টমার সন্তুষ্ট হলে কাস্টমারই মুখে মুখে আপনার কোম্পানি এবার প্রোডাক্টের প্রচার করে দেবে এইভাবে আপনার সেলস বাড়তে থাকবে।
৯. প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট রাখুন
যেকোনো ব্যবসা শুরু করার জন্য একটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট রাখাটা খুবই প্রয়োজন কারণ আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় কোন মানুষই দ্বিতীয়বার আপনার প্রোডাক্ট কিনবে না। এছাড়াও আপনার কোম্পানি এবং প্রোডাক্টের রেপুটেশন খারাপ হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার সেলস কমে যাওয়ার কারণে আপনার ব্যবসা ডুবে যাবার সম্ভাবনা থাকবে। তাই নতুন ব্যবসা শুরু করার একটি অন্যতম বেস্ট পদক্ষেপ হলো প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট রাখা।
১০. লাভের টাকা পুনরায় বিনিয়োগ করুন
ব্যবসা থেকে আপনার যা আয় হবে ব্যবসার শুরুতে সেই আয়ের এক তৃতীয়াংশ টাকা পুনরায় বিনিয়োগ করুন। তাতে আপনার ব্যবসা বৃদ্ধি হতে অনেক বেশি সাহায্য করবে। এই ভাবেই লাভের টাকা বারবার বিনিয়োগ করুন, দেখবেন এক সময় আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে।
আরও পড়ুন: 30 হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায় | UNIQUE BUSINESS IDEAS IN BENGALI
১১. পরিশ্রম করতে থাকুন ও ধৈর্য ধরুন
নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি, ব্যবসা শুরু করার আগে প্রতিটা মানুষের মনে এই প্রশ্নটা থাকে। তাই জেনে রাখুন নতুন ব্যবসা শুরু করার জন্য লাগাতার পরিশ্রম করতে থাকা এবং ধৈর্য ধরাটা ব্যবসায় সফলতার একটি অন্যতম প্রধান কারণ। যদি আপনি ব্যবসায় পরিশ্রম না করেন এবং ধৈর্য না ধরেন তাহলে কখনোই ব্যবসায় সফল হতে পারবেন না।

১২. ছোট ছোট অসফলতার মোকাবিলা করুন
যেকোনো কাজ শুরু করতে গেলে, সেটাকে বড় করে তুলতে গেলে বা কোন কাজের সফল হতে গেলে ছোট বড় বিভিন্ন বাধা আসবেই কিন্তু সেই বাধাকে হার মেনে নিলে চলবে না, সেই বাধাকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে। তবেই আপনি যে কোন কাজে বা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। তাই হার না মেনে সমস্ত বাঁধাকে অতিক্রম করে এগিয়ে চলুন অবশ্যই আপনি সফল হবেন।
কিভাবে ব্যবসা থেকে টাকা আয় করা যায়
আপনি যদি ব্যবসা থেকে আয় করতে চান বা মোটা টাকা লাভ করতে চান তাহলে সবার আগে আপনার ব্যবসার সেলস বৃদ্ধি করা বা ব্যবসাকে গ্রো করাটা অত্যন্ত জরুরী। আর নতুন ব্যবসাকে কিভাবে বৃদ্ধি করবেন সেগুলো আপনি উপরে আলোচিত বিভিন্ন পয়েন্ট গুলির মাধ্যমে ডিটেলস এ জানতে পারলেন।
তথা আপনি যদি ব্যবসা থেকে মোটা টাকা আয় করতে চান তাহলে আজকে উপরে যে পয়েন্টগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো সেগুলি অবশ্যই ফলো করুন, এবং আপনার ব্যবসায় এপ্লাই করুন, তাহলে আপনি অবশ্যই একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারবেন এবং ব্যবসা থেকে মোটা টাকা আয় করতে পারবেন।

আরও পড়ুন: গ্রামে থেকে কি কি ব্যবসা করা যায় | VILLAGE BUSINESS IDEAS IN BENGALI
উপসংহার
অনেক রিসার্চ করার পর আজকে এই আর্টিকেলর মাধ্যমে আপনারা জানতে পারলেন, নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি এবং কিভাবে ব্যবসা থেকে টাকা আয় করা যায়। তাই নতুন ব্যবসা শুরু করার আগে বা নতুন ব্যবসা শুরু করার জন্য এই সমস্ত পদক্ষেপগুলি অবশ্যই মেনে চলুন।
যেকোনো নতুন ব্যবসা শুরু করার জন্য সেই ব্যবসা সম্পর্কে নিজে যে ভালোভাবে জানুন, রিসার্চ করুন এবং নিজে ভালো বুঝলে তবেই সেই ব্যবসা শুরু করুন।
আরো ভালো ভালো ব্যবসার আইডিয়া এবং ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়, ধন্যবাদ।
People Also Ask :
কিভাবে ব্যবসা করে টাকা আয় করা যায়
আপনি যদি ব্যবসা করে টাকায় করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি পুরোটা পড়ুন, এখানে ডিটেলসে বর্ণনা করা আছে কিভাবে শুরুতে আপনি ব্যবসা করে টাকা আয় করতে পারবেন।
ব্যবসা বা অন্যান্য প্রতিষ্ঠান শুরু করার প্রক্রিয়া কি
ব্যবসা বা অন্যান্য প্রতিষ্ঠান শুরু করার প্রক্রিয়া সম্পর্কে আপনি যদি ডিটেলসএ জানতে চান তাহলে এই আর্টিকেলটি পুরোটা পড়ুক, কারণ এই আর্টিকেলে স্টেপ বাই স্টেপ ডিটেলসে ব্যবসা শুরু করার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।
নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি
নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ সম্পর্কে আপনি যদি বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি পুরোটা পড়ুন, কারণ আজকের এই আর্টিকেলে নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।