ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?


আজ আমরা জানবো ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে? ব্লকচেইন ডেভেলপার কি? এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ডিটেলসে জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি অবশ্যই পড়বেন।

ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের নাম আপনারা অবশ্যই শুনেছেন, এই বিটকয়েন পরিচালিত হয় ব্লকচেইন টেকনোলজি দ্বারা। আর এই ব্লকচেইন টেকনোলজি দ্বারা বিটকয়েন এর সমস্ত কার্যক্রম পরিচালিত হয় বলে বিটকয়েন সবাই নিরাপদে ব্যবহার করতে পারে।

মানে বলা যায় বিটকয়েন নিরাপদ ভাবে ব্যবহার করার মূলে রয়েছে ব্লক চেন প্রযুক্তি বা ব্লকচেইন টেকনোলজি। তো চলুন ব্লকচেইন সম্পর্কে আমরা আরও ডিটেলসে জেনে নিই।

ব্লকচেইন কি? ব্লকচেইনপ্রযুক্তি কি?

ব্লকচেইন হল এমন একটা প্রযুক্তি যেখানে লক্ষ লক্ষ ডাটা একত্রিত হয়ে একটি সুশৃংখল চিনে রাখার ধারণ করে, যেটা কি? ব্লক চেন বলা হয়। কেউ কেউ এটাকে ব্লক চেন প্রযুক্তিও বলে থাকেন। ব্লকচেইন প্রযুক্তির ক্ষেত্রে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করা হয় এবং ডাটা এনকোড করা হয়, এবং একত্রিত ডাটাগুলি একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত হয়ে একটি লম্বা চেনের আকার ধারণ করে এই কারণে একে ব্লকচেইন বলা হয়।

ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?
ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?

প্রতিটি ব্লকে থাকে ঠিক তার আগের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাস এবং লেনদেনের তথ্য আর এই রকম ভাবেই একটি ব্লক এর সাথে সম্পর্কিত ডাটা তার পাশের ব্লকে সুরক্ষিত থাকে। আর ডাটা একবার ব্লকে রেকর্ড হয়ে গেলে তা কখনোই মুছে ফেলা যায় না।

ব্লকচেনের ইতিহাস

ব্লকচেইন প্রযুক্তি হল অনেক পুরনো একটি প্রযুক্তি । ব্লকচেইন প্রযুক্তি প্রথম ১৯৯১ সালে স্টার্ট হেবার এবং স্কট স্টোর সমীক্ষা করেছিলেন। অন্যান্য জিনিসের আবিষ্কারের মতই ব্লকচেন প্রযুক্তি আবিষ্কারের একটা উদ্দেশ্য ছিল, যা হল টাইম স্টাম্প ডিজিটাল ডকুমেন্টস, যাতে এটিতে কোন এডিট করা না যেতে পারে।

সাতোশি নাকামটো নামক এক ব্যক্তি ২০০৮ সালে প্রথম ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে বিটকয়েন আবিষ্কার করেছিলেন এবং আপনারা এটাও হয়তো জানেন বিটকয়েন ছিল প্রথম আবিষ্কৃত ক্রিপ্টোকারেন্সি। তারপর থেকে বিটকয়েন ছাড়া কয়েক হাজার ক্রিপ্টোকারেন্সি আবিষ্কার হয়েছে।

আরও পড়ুন: বিটকয়েন কি? বিটকয়েন কিভাবে কাজ করে?

ব্লকচেইন কিভাবে কাজ করে?

এবার আপনারা জানতে পারবেন ব্লকচেইন টেকনোলজি কিভাবে কাজ করে? ব্লকচেইন মূলত একটি পি২পি নেটওয়ার্কের উপর কাজ করে। ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে একটু সহজ ভাষায় উদাহরণসহ ব্যাখ্যা করা যাক।

ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?
ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?

ধরুন যেকোনো অফিসে একটি প্রধান খাতা থাকে যেখানে সেই সমস্ত অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়। যেটাকে বলা হয় লেজার, আর সেই খাতাটা শুধুমাত্র অফিসের স্টাফ ছাড়া অন্য কেউ দেখতে বা লিখতে পারবেনা।

ঠিক সেই রকমই ব্লকচেইন টেকনোলজি অনেকটা কাজ করে। ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে যে সমস্ত ট্রানজাকশন করা হয় সেই সমস্ত ট্রানজাকশন গুলো একটা লেজারে স্টোর থাকে যেটা সকলে দেখতে পারে কিন্তু কেউ এডিট করতে পারে না।

ধরুন আপনি কোন ব্যক্তিকে একটি বিটকয়েন বা কোন তথ্য পাঠাতে চাইছেন তাহলে আপনি যখন সেই ব্যক্তির ঠিকানায় কোনো তথ্য বা বিটকয়েন পাঠাবেন তখন সেই ট্রানজেকশনটি কে প্রথমে একটি ব্লকের মধ্যে নেওয়া হয় তারপর সেই ব্লকটিকে সিকিউরিটির জন্য একটি হ্যাশ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, প্রতিটি ব্লকে তার আগের ব্লকের এড্রেস থাকে। আর ঠিক এইভাবে একটি ব্লক আরেকটি ব্লকের সঙ্গে সংযুক্ত থাকে।

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ কিভাবে করব?

আপ বিটকয়েন এই সমস্ত ট্রানজেকশনকে কমপ্লিট করার জন্য প্রচুর কম্পিউটার কাজ করে সকল কম্পিউটারে সেই ব্লকের একটি করে কফি থেকে যায় এই ভাবেই শক্তিশালী নেটওয়ার্ক বা একটি চেইন তৈরি হয়। আর এইচ এনই ব্লক চেন হিসেবে পরিচিত। আরে চেনের মাধ্যমে সমস্ত ডাটা স্টোর করে রাখা হয় এদিকে লেজার বলা হয়। যেখান থেকে আমরা আগেই আলোচনা করেছি, সমস্ত ডাটা গুলি দেখা যায়।

ব্লক চেনের সুবিধা ও অসুবিধা গুলো কি কি?

সুবিধা ব্লকচেনের যে সমস্ত সুবিধা গুলো আছে সেগুলো হল:

ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?
ব্লকচেইন কি? ব্লকচেইন কিভাবে কাজ করে?
  • আপনি ব্লকচেনের মাধ্যমে যে কাউকে খুব সহজেই দূরত্ব পেমেন্ট করতে পারেন। কোন রকম ট্রানজাকশন ফিস ছাড়াই।
  • ব্লকচেইন টেকনোলজি খুবই নিরাপদ এবং ফাস্ট।
  • ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে আপনি সমস্ত ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন।ব্লকচেন টেকনোলজির মাধ্যমে ট্রানজাকশন হওয়ার সঙ্গে সঙ্গে এটি হাজার হাজার কম্পিউটারের কাছে চলে যায়। সেই কারণেই আগেই একবার আলোচনা হয়েছে যে ব্লক সে টেকনোলজি হ্যাক করা অসম্ভব।
  • ব্লকচেইন হ্যাক করা এই কারণেই অসম্ভব কারণ একাধিক ট্রানজাকশন মিলে একটি ব্লক তৈরি হতে সময় লাগে প্রায় দশ মিনিট। আর এই ১০ মিনিটে সম্পূর্ণ তথ্য পরিবর্তন করা হ্যাকারের পক্ষে অসম্ভব। তাই ব্লক টেকনোলজি হ্যাক করা সম্ভব নয়।

উপসংহার

তো আপনারা ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যে, ব্লকচেন কি বা ব্লকচেইন প্রযুক্তি কি, ব্লকচেইন প্রযুক্তি কিভাবে কাজ করে, এবং ব্লকচেনের সুবিধাগুলো কি কি, আশা করি আপনারা ব্লকচেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো তার ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।

FAQS

Blockchain কি

ব্লকচেইন টেকনোলজি হল এমন একটি টেকনোলজি যে টেকনোলজির সাহায্যে বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সির সমস্ত ট্রানজাকশন পদ্ধতি লেজারের মাধ্যমে সম্পন্ন হয়।

ব্লকচেইন প্রযুক্তি কী

ব্লকচেইন প্রযুক্তি হল একটি ডিজিটাল লেজার প্রযুক্তি যার মাধ্যমে ক্রিপ্ত কারেন্সি বা বিটকয়েনের সমস্ত তথ্য বা রেকর্ড জমা থাকে।

ব্লকচেইন কিভাবে কাজ করে

ব্লকচেইন হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলি ডিজিটাল পাবলিক লেজারের মাধ্যমে প্রতিটি লেনদেন ছোট ছোট ব্লকের ন্যায় একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে চেনের ন্যায় পরস্পর সংযুক্ত হয়ে থাকে তাই এটিকে ব্লকচেইন বলা হয়। আর এইভাবে ব্লক সেট একটির সঙ্গে আর একটি সংযুক্ত হয়ে কাজ করে


Leave a Comment